কখনো মন খারাপের বিকেলে,
             জানালা দিয়ে খুলে -


গোধূলির ছায়া মেখে সূর্যাস্তের ক্ষণে,
লাল আকাশের আবহে ঝুলিয়ে দেহখানা
খানিক মূর্তি হয়ে থাকে । স্তব্ধ, নড়চড়হীন !


    পশ্চিমী ঝড়ে -
মাথার চুল উড়ে -
হয়ে যায় এলোমেলো ।


তারপর শঙ্খ বাজে ।
               ধুনোর গন্ধে ঘর যায় ভরে,
পাংশুটে হওয়া মুখে, রক্ত চলাচল করে ।
বিষণ্ণতায় বিদ্ধ হওয়া মনে জাগে -
                      কেউ ফিসফিস করে ।


মনে করিয়ে দেয়,
দিনটা কেটে গেছে আজকের মতো ।
কাল আবার উঠবে সূর্য নিজের মতো করে ।
     বাঁচার সাহস পাবো আবার নতুন করে ।