তোমায় নিয়ে যদি স্বপ্ন দেখা যেত,
            তোমার নামে যদি কাব্য লেখা যেত,
কলম ফুঁড়ে কালির ছিটায় জলছবি আঁকা যেত,
বিশাল জীবন তোমার জন্য উৎসর্গ করা যেত,
তবে আমি এক রাজ্য গড়তাম ।


                            সে রাজ্যে সুখ থাকত ।
                      জীবনটা আরও জীবন্ত হত ।
                                      ত্বরান্বিত হত ।


                      প্রেম যদি আসে,
তবে তা যেন তোমার জন্যেই আসে ।
আমার যে এই সৃষ্টি -
       তা যে তোমাকেই ভালোবেসে ।