যদি চোখের কাজল অশ্রুজলে ভিজত ;
ঠোঁটের কোণের হাসির রেখা মিলিয়ে যেত ;
নিস্তন্দ্রা হয়ে রাত জাগতে হয়ে চিন্তারত ;
তবে জানবে তুমি আজ প্রেমিকা হয়ে জন্ম নিলে কষ্ট শয়ে শত ।


নগ্ন বুকের উপর যে আঁচড়ের দাগ এখনও স্পষ্ট হয়ে আছে ;
দুই ঠোঁটের ফাঁকে যে শব্দটা আজও লুকিয়ে আছে ;
' ভালোবাসি ' বলবে বলে বুক এখনও ফাটে ;
ভুলতে যে তুমি পারোনি তাকে আজও ।


যে হাতের লেখায় কতক চিঠি লুকানো আছে বইয়ের পাতার খাঁজে ;
যে অক্ষরগুলি হেঁটে চলে তোমার চিত্তমাঝে ;
কতই না ভেবেছো সেগুলো হারিয়ে ফেলবে ঠিক সময় বুঝে ;
কিন্তু, তা যে করতে পারো নি আজও ।


তুমি আজ সত্যিই প্রেমিকা হয়ে জন্ম নিলে ;
মনের পরিবর্তে তুমি যে তাকে শরীর দিয়েছিলে ;
তবে পুরাতন নৈশব্দের রাত্রি আপন করে ;
আজ বিলম্বী হয়েও প্রেমিকের হৃদয় ছুঁলে ।


তুমি আজ প্রেমিকা হয়েই জন্ম নিলে ।