জীর্ণ বাড়ি । নাই আসবাব ।
ঢুকতে গিয়ে হোঁচট খাই ।
বিস্ময় হয় । ভিতরে যাই ।
দেখি ধূলিমাখা পায়ের ছাপ ।
মাকড়সার জাল এদিক ওদিক ।
কি ধুলো ছড়িয়ে ছিটিয়ে _
আছে অ্যাজমা , দিলাম কাশি ।
ভয় হয় । যদি থাকে ভূত ?
আমার আবার ভূতে ভয় বেশি ।
কি কুক্ষণে যে নিয়েছিলাম এই বাড়ি ভাড়া ?
ঠকিয়েছে আমায় নির্ঘাত , আমি যদি যাই মারা ?


ও বাবা ! লাইট জ্বাললেম ।
দেখি পড়ে আছে কিছু -
লাল জলের বোতল ।
কেটে গেল ভয় । মনে মনে বললেম -
দাঁড়া , পুলিশে যাব আমি !
সায়েস্তা করব তাদের ,
গছিয়েছে এ বাড়ি যারা !
পরক্ষনেই গেলাম মূর্ছা খেয়ে
দেখে এক দৃশ্য ।
হঠাৎ পিছনে এক হাতের স্পর্শ !
ফিরতে দেখি , এক কঙ্কাল ।
করাল কিটকিটে এক ফোকলা হাসি ।
গেলাম মূর্ছা । হলাম শান্ত ॥


যখন ফিরল জ্ঞান , দেখি তখন -  
কোথায় সেই বোতল আর ,
সেই মাকড়সার জাল গুলি ?
তবে কি ছিল মনের ভুল ?
নাকি ভূতেরাও খায় ওই সব -  ছাইপাশ  ?
ভূতেরাও কি মদ্যপান করে ?
তা আর জানি , ' কি করে '  ?