খায়রুজ্জামান সুইট।
২১.০৯.২২
বাহ্, চমৎকার!
মলয় রায়চৌধুরীর করোটি পুকুর থেকে
সেদিন বেরিয়ে এলো ধীর
থপথপ থপথপ এক অদ্ভুত অচেনা কচ্ছপ
যদিও ঘটেছে
কেউ কি ভেবেছে বাৎস্যায়নের রতি
অবদমিত ক্রুর ঘোড়াদের খুর
খটখট খটখট ভেঙে দিয়ে যায়
পিষে দিয়ে যায়  সব
আকাশের পরিত্যক্ত তামাদি বাগান
হায় সুদর্শন- ছোঁ মেরে নিয়ে যাও ঘোমটাখানা
ঈশ্বর লজ্জা ঢাকুক
হা ঈশ্বর হায় অন্ধকার
একি সার্কাস- তোমার
আলোকে তোমার এতো ভয়
পিঁচুটি বন্ধ চোখ খুলে দেখো আবার
সেইসব খুলি পাথর, জন্মিয়েছে ক্যাকটাস
সেখানে ফুটে চলেছে অজস্র অজস্র ফুল
আহ্, চমৎকার!