২৫.০৯.২২
এ বাংলার রূপ দেখো নাই খৈয়াম তুমি আশ্বিনে- ঘরে ঘরে,
আনিতে কি তোমার সে, প্রাগৈতিহাসিক প্রেম রূবাই-এ পুরে!
খুলে পড়ে বসন-ভূষণ কচি পাতা কোনো গাঁয়ের বধুর,
ওহ্হ- ওমর! কে বাজায় নিরোর বাঁশি বসে শশ্মান ঘরে!


সোস্যাল কন্ট্রাক্ট মেনে রুশোর হাঁড়িতে খুঁজে ক্ষুদ চাল,
বড় বাড়ির গিন্নি বলে- এই তো! খেয়ে নে করে, জাউভাত জল।
অর্থের রূপ, অর্থের কথা, নিয়ে যে অর্থের নীতি- বুঝিবে কি!
আরে বোকা! অভাব ছিলো, অভাব আছে, থাকবে তো সে চিরকাল।