১০.০৮.১৭


এক।
জেগে একেলা
তারা গুনে শীতে কি
কাটে অবেলা।


দুই।
একই পরানে
পাপপুণ্য কান্নাহাসি
রয় গোপনে।


তিন।
তোমার স্বপ্নে
ছিলনা রাত ঘুম
দুটি নয়নে।


চার।
ত্যাজিয়া সুখ
প্রেম বিলাসে কাঁদি
ভাসিয়ে বুক।


পাঁচ।
সন্তান যেথা,
এক দিকে পৃথিবী
অন্যদিকে মা।


ছয়।
মধু স্মৃতিতে
সব শৈশব থাকে
ভরা সংগীতে।


প্রেম ও মানবতার কবির উদ্দেশ্যে নিবেদিত
বিশেষ হাইকু- ২৭.০৮.২২


"শরৎ মেঘে
কাশফুলেরা আকাশে
খোঁজে কবিকে।"