৩১.০৭.১৭


বিকশিল যবে ভবে বোধির কুসুম
বোধিবৃক্ষ তবে থেকে ভরিল কানন,
মনের মাধুরী দিয়ে রচিল ভুবন
রবিসোম আভা তারে করে অনুপম।


কীটের রসনা লোভে ভাঙ্গিল বিষম
কুসুম কলির যত সুখের সদন,
মনে বিষ দেহে বিষ বিষের আনন
বোধের বাঁশিতে বুঝি ফুরায়েছে দম।


মনে তবু  আশা রাখি নব জাগরণে
এক মত এক পথ এক পরিচয়ে
মানবিক হবে সবে ত্যাজিবে কুপথ,


ফোটাতে কুসুম কলি আবার যতনে
ভালবাসা প্রেম সুধা হৃদয়ে হৃদয়ে,
শোণিতে ধরিয়া শেষে পরম শপথ।