২৪.০৯.২২


উন্নয়ন ফোঁড়া


'ওকি গাড়িয়াল ভাই' -গাই না এখন,
আকাশের পানে চেয়ে হিয়া যায় ঝুরি;
দেহ জল শুষে চলে বিমানে সুজন'
ওকি গাড়িয়াল ভাই গাই না এখন।
জোঁক পুষে জলে বন্ধু থেকেছো কুজন,
কেড়েছে আহার ঘুম আকাশের গাড়ি;
'ওকি গাড়িয়াল ভাই' -গাই না এখন,
আকাশের পানে চেয়ে হিয়া যায় ঝুরি!
               ------------


পরকীয়া


ওলো সই আয় বসে ভাজি খই,
কবিতা গেছে বাপের বাড়ি।
মনের কথা তারে খুলে কই,
ওলো সই আয় বসে ভাজি খই;
এমন দিনেও বুঝি তার নই!
দেবো আজ পায়ে মাথা খুড়ি।
ওলো সই আয় বসে ভাজি খই,
কবিতা গেছে বাপের বাড়ি!
           ----------


পথ শ্বাশুড়ি


মেইনটেইন করা এক শ্বাশুড়ি,
রোদচশমা চোখে বয়কাট তার চুল;
পাঠালেন মলয়দা আমার বাড়ি,
মেইনটেইন করা এক শ্বাশুড়ি।
শ্বশুরের সাথে ছিলো তার আঁড়ি,
জিভে নাচে বুঝি সাপের আঙুল;
মেইনটেইন করা এক শ্বাশুড়ি,
রোদচশমা চোখে বয়কাট তার চুল!
            -------------


টানাটানি


চাঁদের হাসি দেখে-
ডাকলো খোকা পিসি,
মায়ের কোলে থেকে;
চাঁদের হাসি দেখে।
মা বললেন রেগে-
ওটা তোমার মাসি;
চাঁদের হাসি দেখে-
ডাকলো খোকা পিসি!


#
চাঁদটা দেখে খোকা-
উঠলো ডেকে মামা,
ফুপির কোলে থাকা;
চাঁদটা দেখে খোকা।
চাচা, -ওটা বোকা;
বকবকানি থামা।
চাঁদটা দেখে খোকা,
উঠলো ডেকে মামা!