০৪.০৮.১৭


আদিমতা পাশবিকতা যাকিছু আছে
সকলি সত্যের নিগুঢ়ে বাধা জীবনে।
বিলাসি মনের গহীনে পিছু নিয়েছে
মায়া, মমতা, সুখ অনুভব গোপনে।


উন্মত্ত মাকড়সা মা সৃষ্টির কারনে
পিতার প্রাণ কি লীলায় সদা হরিছে!
আবার বিলায়ে মাতা নিজেরে যতনে
জীবন প্রবাহ ধারা বহিয়া চলিছে।


ব্যথা বেদনার সবই রচিয়া কবর
অথবা নিজের হাতে শ্মশানে পুড়িয়া-
সংসার সমুদ্রে ফেরা কিসের লাগিয়া,
শত আয়োজনে কত করিয়া আচার!


জীবনের সত্যগাঁথা জীবনের মাঝে
জীবনের জয়গান দিকে দিকে বাজে।।