২২.০৯.১৭


চেনা নারী তবু চোখে রহস্যের খেলা,
ফিবছর ফিরে আসে ছলনার মেলা,
মানুষে মানুষে নাকি বিড়ালে ইদুরে,
মেলা জুড়ে চলে খেলা চলে শত লীলা।


শকুনির ছকে খেলে জুয়াড়ি বেঘোরে,
পুতুল নাচের মজা সাজানো আসরে;
স্পনসর থাকে সেথা ভিখারিও মেলে,
পশারি পশরা সাজে শত থরে-থরে।


যত খেলা খেলারাম খেলে মেলা ছলে
নাগরদোলার ঘোরে মন উঠে দুলে,
আপন বুকের মাঝে অচেনা সে মন
অজানা সুখের টানে সদা ছূটে চলে।


মনের লাটাই হাতে মন মহাজন
উড়ায় মনের ঘুড়ি নিজের মতন,
মিলন মেলার নামে নানা আয়োজন
যত খেলা তত মেলা বুঝি প্রয়োজন।