১৮.০৪.২২


যতোবার দেখা হয়েছে তোমার-
তোমার দৃষ্টিতে বার বার,
গেঁথে যাওয়া একটি পাখিকে দেখেছি-
তীর বিদ্ধ আচমকা।


বাল্মিকীর পোড়া চোখ বেয়ে নেমে আসছে
আমার হৃদয় ক্রৌঞ্চ
সুদুর আকাশ থেকে নেমে আসছে
মেঘেদের পরশ নিয়ে আড়ষ্ট নেমে আসছে
বন-বাদারের ওপর দিয়ে সকষ্ট নেমে আসছে
ঘুরতে ঘুরতে উদাস হাওয়ায় মাটিতে
নদীর কল-ধ্বনিতে নেমে আসছে
অনাদির টানে
হৃদয়ের পরিক্রমণ পথ বেয়ে সে
সকরুণ নেমে আসছে!


সময়ের গহ্বরে ঢুকে যাচ্ছে সময়।
আপেক্ষিকতা ব্যাখ্যায়-
আইনস্টাইন বলেছিলেন,
এমনই তো হয় কষ্টের সময়গুলো দীর্ঘতর।
আবার দেখো, ফাঁসিতে মৃত মানুষটি-
সেও তো শীর্ষানুভূতিতে পৌঁছায়!
যখনি রেখেছো হাত- তুমি হাতে,
অমনি কথাগুলো সব কথার সীমাবদ্ধতা ডিঙ্গিয়ে,
ঢাকের বোলের মতো সশব্দে হৃদয়ে,
ফেটেছিলো চৈত্রসংক্রান্তির বাজির মতো।
আর আকাশে আকাশে-
ফুরফুরে মেঘেদের টুকরো টুকরো শরীর নিয়ে
শিমুল তুলার মতো ভেসেছে মুক্ত বাতাসে।