অতিপ্রাকৃত
-খায়রুজ্জামান সুইট।
২৭.০৩.২২


ইমরুল কায়েসের কবিতা থেকে
জলে ভেজা নারীরা ভোরের স্নান সেরে
বহুদিন পরে
আজ উঠে উঠে আসছিলো আমার দোতলা বাড়ির ছাদে
রাত জেগে জেগে নক্ষত্ররে ভালোবেসে
ক্লান্ত মৃদু চৈতি বাতাস খুনসুটি করেছিলো
নারকেলের পাতায় পাতায়
পাতা থেকে টুপ টুপ খসে পড়েছিলো হাসির ঝিলিক
সবে জেগে ওঠা দুচারটে ছোট পাখি আর শালিক
গান ধরেছিলো নতুন দিনের
আমি দোলনায় বসে হাত পেতে পেতে ধরেছিলাম
কিছু তার সুর কিছু তার গান কিছু তার হাসি
তখনও জেগে ছিলো রাত জাগা চোখে
ম্লান হয়ে আসা ঢুলুঢুলু শুকতারা
সমস্ত আকাশ লজ্জায় লাল হয়ে উঠছিলো ক্রমাগত-
টবের গোলাপেরা সুবাস ছড়াতে ছড়াতে খুঁজে নিয়েছিলো
আমার বুকের ভিতর গঁগা আর ভিঞ্চির তুলি…