৩১.০৮.২২
ভোরের প্রতীক্ষায় জমে শিশিরের জল
সূর্যের সব রঙ বুকে নিয়ে হাসিবে সে
সূর্যকে খুন করে আসা যুবকের দল
এনেছে রক্তজবা কাহাদের পায়ে
কাহাদের পায়ে বেঁধেছে সোনার ঘুঙুর
যে আগুনে পুড়ে গেছে কৃষকের ফসলি মাঠ
যে আগুনে তার জ্বলিতেছে উদর
হাতের কাস্তে কেড়ে হাসে আকাশে নবীন চাঁদ
সুখের পাখিরা গেছে গহীন অন্ধকার দূর বনে
শান্তির খোঁজে দূর দেশে
মুক্তির বাতাসে ভেসে আসা করুণা জল
ধরিতেছে হাত পেতে আজ বিষণ্ণ ক্লেশে
যে জীবনে থাকে না আর নিজের জীবন
শুধু পরিহাস তারে পিছু ডাকে
বাঁচার তাগিদ আসে উঠোনের পরে বসা
শীর্ণ শরীরের কোনো শিশুটি থেকে..