1.
কপোলে তোমার তিল নাকি তা তীরের ফলা
হৃদপিণ্ডে বিঁধে গিয়ে দিয়েছে বিষের জ্বালা
বুকে সেই জোহর আজ শোরাবান তহুরা
প্রেমের দিওয়ানা আমি খেলি প্রেমের খেলা।


2.
যাহার প্রেমের দরিয়াতে ডুবে ভাসায়ে নয়ন
বধিলাম বুকে ষড়রিপু জ্বেলে অনলে আপন
দিন ভর তারে দেখি হায় নিদারুণ হেসে খেলে
আমার বৈরাগ্যের জ্বালায় জ্বালে চিতার আগুন।


3.
উঠে পড়ো সুবহ সাদিক কড়া নাড়ে তোমার দুয়ারে
মুয়াজ্জিন ফুকারে মধুরিত আযান মসজিদ মিনারে
সাকির শরাবে সুরের নহর ভেসে যায় চারিধার
চলে এসো ভাই আমরা ভাসি খোদার প্রেমের জোয়ারে।