(আঠারো মাত্রায় পয়ার ছন্দে সনেট)
১৯.০৯.২২


হে যৌবতী কন্যা দেখেছো তো তুমি উন্মত্ত সাগর,
ভেঙেছে কি পাড় উত্তাল প্রেমের দোলা দিয়ে তার,
ফেনায়িত প্রেম উঠেনি-কি দুলে মনে বার বার!
উড়ু উড়ু মেঘে ভেসে ভেসে নীলে আকাশের দূর
নিয়েছে কি বাঁকে ডেকে গোপনে কোনো অজানা সুর!
আর দূর বন থেকে শিহরণ বুকের ভিতর
এনেছে কি বার্তা মলয় বাতাস গন্ধে মেখে তার,
তার ছোঁয়া পেয়ে সুখে উড়েছে কি বসন বুকের!


সামলায়ে নিয়েছো চুল আর ত্রস্ত বসন তোমার
দিয়েছো কি গালি বলে বেহায়া বাতাস কোথাকার!


ধরেছে সলাজ রঙ সূর্য কি তখন ঠোঁটে তার
যখন নিয়েছে বুকের গভীরে উতাল সাগর
কেঁপেছে কি সাথে দুরুদুরু বুক আবেশে তোমার
মুদেছো কি আঁখি কভু দাঁড়ায়ে থেকে সাগর পাড়!