-খায়রুজ্জামান সুইট।
                      ১২.০৫.২০


স্বপ্ন নদীর উজান বেয়ে ঝর্ণা অব্দি যেয়ে
দেখি নুড়ি কুড়োনো এক নৃত্য-চটুল  মেয়ে,
ধিন তাকে ধিন-
তাক ধিনা ধিন,
দিবা নিশি নৃত্য লয়ে চলছে বেয়ে বেয়ে।


সকাল বেলায় আঁকা ছবির সোনা বরণ মেয়ে
রাজহংসী চলা সে মেয়ের নদীর মতই ধেয়ে,
ঠমক ঠমক-
চপল চমক,
স্বপ্নতলা ঘাট থেকে সে আসতো রোজই নেয়ে।


দুপুর বেলা ইচ্ছে মতন সূর্য যখন ঢালে কিরণ
সকল কিছু লাগে যেন সপ্তবর্ণা হীরের মতন
রঙের ছটায়-
সুরের ঘটায়,
চক্ষু তারায় বুনি তখন মাতলা হাওয়ায় বুনো স্বপন।


গোধূলিতে অনুরাগে আকাশ যখন নতুন সাজে
বিচ্ছেেদেরই করুণ রসে বিরহের এক কাব্য রচে,
সন্ধা তারায়-
হাওয়ার ভেলায়,
ঘুমোবো তার হাতের ছোঁয়ায় আমার- চক্ষু যুগল বুজে।