০৬.০৬.১৮


আগুনের সমুদ্র সাতরায়ে- তীর্থে গ্যাছিলাম আজ।
দীর্ঘতর ঢেউ-য়ে মনে আসছিল-
ফেলে আসা বিজ্ঞান ক্লাসের কথা,
বায়ু এক-টি মিশ্র পদার্থ।


ধুতুরা তলে গন্ধমুষিক ছিল একা,
বাবলার শাখায় একটা ঘুঘু কাঁদে,
ছাতিম গাছে লাজুক প্যাঁচা-
রাত তামামিতে বিভোর হয়ে ঝিমায়।


কথিত দুর জঙ্গলের গহীন আলো-ছায়া,
নহরাবতীর কলকল জলোচ্ছ্বল,
নরম নরম মাংসপিন্ড- ধুতুরার ফল,
হরেক নৈবেদ্যে ভরা থাল।


নিকষ নিরামিষ জ্যৈষ্ঠি মধ্যাহ্ন,
গেরুয়া রঙে বহিঃ কাঠামো,
আড়ালে শিহরণে ঠাসা কদমকলি,
আজ আমি তীর্থে গ্যাছিলাম...