০৪.০৮.১৭


উত্তর আধুনিকতায়
প্রত্ন-তাত্ত্বিকের মতো
স্নানঘরে পুরনো দেয়াল থেকে
শরৎ আকাশে মেঘে মেঘে
বকের পালকে
উচ্ছ্বাসে ঘন পায়রার ঝাঁকে সোনালি আলোকে


দল বাঁধা শালিকের ঝগড়ায়
শটিবনে অগণিত পাতায় পাতায়
নারীর হরিতো অধর ঝোলানো তেলাকুচা শাখে
বিকেল শয্যায় সবুজ কোমল ঘাসে


কল্পনা বিলাসী মন
তার মাধুরী মিশায়ে
লিখে যায় কতো সহস্র কবিতা!
হৃদয়ের ক্যানভাসে- এঁকে যায় শুধু তোমাকে।