০৩.০৯.২২


জ্বলে না চুলো সচরাচর
নিস্তেজ শিশু করে হাহাকার
সারাদিন ধরে দোজখের ঘানি টেনে
স্বর্গদুয়ার থেকে এনে ঝরু মামুদ
একথাল ভাত,
ডেকে- ছেলেকে বলে,
ওঠো দেখি বাপ।


নিস্তেজ
ঘুমের শিশু স্বপ্নাবিষ্ঠ
উচ্ছ্বাসে লাফিয়ে
ওঠে, বলে- ভাত!


অন্ধকার ঘরে জ্বলে নি আলো
জমাট বেঁধেছে কষ্টেরা কালো
আঁধার হাতরিয়ে বলে-
'কোনঠে ভাত!'


ভাত।


হায়! ভাত।


স্বর্গ দুয়ার হতে রক্তের জলে
মূল্য শুধিয়া বটে এনেছে কিনে
গান্ধীতে চোষা তিতকুটে
মোটা চালে
সেই অপরূপা-
প্রাণ হরা ভাত!!