২৯.০৭.২১


তপ্তই ছিলো বটে বাতাসটা
মাঝ গগনে পুড়ছিল
আগুনে সূর্যটা
ধ্যানে মগ্ন হুতোম প্যাঁচাটা
আড়ালে ছাতিম গাছে
অদুরেই


হয়তো কুষ্ঠি দেখছে মনে
কবে ছাই হয়ে যাবে ওটা
ঘোঁৎ ঘোঁৎ করে কচুবনে
চরছে একপাল শুয়োর
শিষ দিয়ে গেল একটি চড়ুই


চেয়ে দেখি
গুটিসুটি দেয়া খরগোশ এক-টা
ধরতে যেয়েই বুঝি
আরে না না
ওটা আস্ত শুয়োরের বাচ্চা!