<><><><><><><><>



কী আকুল তোমাকে যে সারাক্ষণই ছুঁয়ে ছুঁয়ে থাকি
ছুঁয়ে ছুঁয়েই তোমাকে নিশিদিন সাথে সাথে রাখি

তোমাকে ছুঁয়ে থাকি হাতের পরশে, চোখেও তো ছুঁই
তোমাকে ছুঁয়ে থাকি মনের সুবাস দিয়ে, মননেও ছুঁই

তোমাকে ছুঁয়ে থাকি পত্রে ও পুস্পে, বৃক্ষেও কি ছুঁই
তোমাকে ছুঁয়ে থাকি সবুজে ও জলে, আকাশেও ছুঁই

তোমাকে ছুঁয়ে থাকি প্রেমে ও বিষাদে, বিরহেও ছুঁই
তোমাকে ছুঁয়ে থাকি হাসি কান্নায়, বেদনাতেও ছুঁই

তোমাকে ছুঁয়ে থাকি গভীর ভাবনায়, স্বপ্নেও যে ছুঁই
তোমাকে ছুঁয়ে থাকি প্রাণের উল্লাসে, হর্ষেও ঠিক ছুঁই

তোমাকে ছুঁয়ে থাকি কাব্যে ও গল্পে, আমস্বত্ত্বেও ছুঁই
তোমাকে ছুঁয়ে থাকি শিল্পে ও সাহিত্যে, ছবিতেও ছুঁই

তোমাকে ছুঁয়ে থাকি সঙ্গীতে ও সুরে, বেভুল প্রাণে ছুঁই
তোমাকে ছুঁয়ে থাকি সুখে ও দুঃখে, ব্যাকুল ভাবেও ছুঁই

তোমাকে ছুঁয়ে থাকি জীবনের প্রতিদিন, প্রতিক্ষণেই ছুঁই
তোমাকে ছুঁয়ে থাকি পঁচিশে বৈশাখ, বাইশ শ্রাবণেও ছুঁই

তোমাকে ছুঁয়েই বেঁচে থাকা অমলিন অনুপম স্বপ্নবিভায়
তোমারি আলোতে ছুঁয়ে ছুঁয়ে থাকা নিবিড় তোমারে পাই ।


  <><><><><><><><><><>