~~<<••>>~~

এই জনমে হলো না আর
গাছে গাছে বাঁদর ঝোলা
চোখ বেঁধে পাগলা ভোলা
বোশেখ মাসে ঝুম দুপুরে
একলাফেতে মাঝ পুকুরে
নবান্নের ওই সন্ধ্যেবেলা
কোঁচড়ে খৈ লুকিয়ে খেলা
এই জনমে হলো না আর ।

এই জনমে হলো না আর
চোখেতে চোখ মেলে রেখে
হাতে হাতে আঙুল মেখে
সরষে মাঠের আল পেরিয়ে
নদীর ধারে খাদ এড়িয়ে
কাশবনের ওই গহীন মেঘে
জড়িয়ে থাকা নীল আবেগে
এই জনমে হলো না আর ।

এই জনমে হলো না আর
কোন বনে সেই ফুল শবরী
প্রাণের সুধায় বক্ষ ভরি
স্বপ্ন-আশার দোদুল খেলা
উদাস মনে আকাশ মেলা
একটি নরোম হাতের পরশ
বুক গুড়-গুড় শরীর অবশ
এই জনমে হলো না আর ।

~~<<••>>~~