গভীর রাতে ঘুমভাঙা চোখে কিছুই প্রায় দেখা যায় না - তবু আই-ফোনের জানলায় কবিতা আসরের কবিদের পাতায় পাতায় বিচরণ--; সকাল হলেই যে জীবনের তাগিদ টেনে হিঁচড়ে নিয়ে যাবে প্রমত্ত গদ্যের ভূমিতে -- সময় হবে না যে-- ।।


কবিতা আসরে এমন করেই আত্মাই যেন যুক্ত হয়ে গেলো -- কোথায় যে কে কিভাবে আটকে যায় - কেউ কি জানে !!


কেউ আটকে যায় অর্থের প্রেমে, কেউ বা নারী/পুরুষের প্রেমে,
কেঊ বা প্রকৃতির প্রেমে, কেউ বা পশু,পাখি মাছের প্রেমে, কেউ বা দেশভ্রমণের প্রেমে, কেউ বা ক্ষমতার প্রেমে,  কেউ বা বিজ্ঞানের প্রেমে, কেউ বা নিছক সাহিত্য প্রেমে -- অনাবিল কবিতার প্রেমে  -- আমার মতো অকবিও কবিতায় বুঁদ হয়ে থাকে সারাদিন -- মহাব্যস্ততার ফাঁকে ফাঁকেও এক দু' চরণে কবিতারা আসে - খেলা করে যায় ভাবনার অলিন্দে -- কবিতায় বেঁচে থাকা নেহাৎ মন্দতো নয় !!