************
সে আর
         আসবে না জানি
রাতের অন্ধকারে
                  না হয় তুমিই
         এসো হে ঘরে প্রিয় জোনাকী
জানলার পর্দাখানি টানি
        এ ঘরে আমিই নিঃস্ব একাকী
চাঁদের কাছে একটু
               আলো খুঁজে নিই ।


সে আর
          ডাকবে না জানি
একপলকের রামধনু আঁকা চোখে
       তুমিই না হয় ডেকে
                         নিও হে আকাশ
নির্মল আলোয় অন্তরটুকু ছানি
       তোমারই নীলে রেখে
                         স্বপ্নিল অবকাশ
লভি জীবনের মর্মবাণী
                   অমৃতলোকে ।


ঊষার মায়ার কাছে
              দৃষ্টির উপাত্ত রেখে
রাতের আঁধারে তাহারেই
                   রেখেছি এঁকে ।।