************
বিকেলের লাল রোদ
অশ্বত্থের শীর্ষশাখায় দাঁড়িয়েছিল এসে
অপলক দৃষ্টি্র তীর হেনে বলেছিল সে
‘তুমি এতোই অবোধ’ !


এরপরই চলে গেলো সে
বিকেলে লাল রোদ আর ছোঁয়নি আকাশ
চোখেরও কত আঙ্গিক বহুরূপী পরিভাষ
সব তার জেনেছিলো কে !


কেউ গেলে চলে নীরবে
কেউ যদি না রেখে যায় স্মৃতিচিহ্ন কোন
কেউ যদি নাই বলে – ‘এই একটু শোন’
কণ্ঠে উষ্ণতা কেন তবে !


এই তবে সত্য হোক
আকাশের নীলে স্বপ্নটুকু গচ্ছিত রেখে
মেঘের স্বভাবে মনের বিষন্নতা ঢেকে
ইচ্ছে সব থাক নির্মোক !


অভিমানে ভালবাসা মরে
কী যে কষ্ট বয়ে চলা সারাটি জীবন ধরে
বুকের গহীন বিষাদ বাণীতে না উৎসারে
কেন ভালবাসা-কার তরে !