শিয়রে দাঁড়িয়ে আছিস কতকাল
কতজন্ম ধরে আমিও যে
                   পড়ে আছি শরশয্যায়
আয় এবারে একটু কাছে আয়
এখনি ফুটবে আলো -
                  আরেকটি নতুন সকাল


হাতে যে ছু্ঁয়ে দিলি
                    তুই অমিয় আদরে
সে ষ্পর্শ হাতের স্নায়ু বয়ে কোথায় পৌঁছয়
সেই শুধু জানে যার
                   সেই অনুভবটুকু হয়
প্রাণের অলিন্দে বিন্দু বিন্দু
                        স্নিগ্ধ শিশির ঝরে


সেই ভালো, আর কিছু নয়
শিশিরের জলে ভিজে
                    মধুরের পরশখানি পাই
অন্তর হয়ে ঊঠে পবিত্রময়
তুই এবারে বাড়ী ফিরে যা,
                        আমিও তবে যাই ।।