তুমি আসবে বলেই
বুকের ভেতর ত্রাহি ত্রাহি এক উছল পাখী
হাত ছড়িয়ে পা ছড়িয়ে তুমুল ডাকাডাকি
তুমি আসবে বলেই


তুমি আসবে বলেই
ঊষার হাতে শিউলী মেখে রোদের আলাপন
আকাশ জুড়ে শুভ্রমেঘেরদল ছুটছে অকারণ
তুমি আসবে বলেই


তুমি আসবে বলেই
মেঘলা দুপুর বর্ষা চোখে গুমোট হয়ে থাকে
উদোম গলায় বিজলীছটায় গুরুগম্ভীর ডাকে
তুমি আসবে বলেই


তুমি আসবে বলেই
তীব্র অভিমানে ফিরে গেছে লাজুক হেমলতা
টাপুর টুপুর বৃষ্টি-সাজা চোখে বন্ধ কথকতা
তুমি আসবে বলেই


আর কতকাল বন্ধ্যা সময় বইতে হবে বলো
রাত জাগে কোন নিশাচর
                   তোমার আসার সময় হলো !!