*****
মিলিয়ে যেতে যেতে
হারিয়ে যেতে যেতে
তবুও সেই উদাস মেয়েটি
বেদনার নীল লুকিয়ে যতনে
মুচকি হেসে হাত দুলিয়ে
              বিদায় বলে যায় ।।


ও মেয়ে তুই
আর কতকাল হারবি এমন
আর কতকাল মিলিয়ে যাবি
আর কতকাল কান্না গিলে
সুখের মিথ্যে অভিনয়
           তুই করেই যাবি -
                   করেই যাবি।


স্বপ্ন রেখে  শাড়ির ভাঁজে
বুকের ভেতর কাঁসর বাজে
মুখ খুলে তুই একবার তো বল  -
‘আমার যেটুক পাবার ছিল
      সবখানি তার আমার দাবী’ ।।