************
আজ আর মিছে কান্না নয়
আর নয় অনাবৃত শোক,
প্রাণের উৎসবে দীপ্ত হৃদয়
অশ্রুজল শিশিরে বিদীর্ণ হোক ।


আজ আর রিক্ত
                    ভাবনা নয়
নয় আর বিষন্নতায়
                    ডুব-সাঁতার,
হাসির ঝলকে প্রখর
                    আলোকময়
রৌদ্রকর লজ্জাতুর
                শীর্ণ চমক তার ।


জেগে থাক সেই চন্দ্রকলা
হীরক রাগে সুর অচলা
গহন মনে কে দেয় উঁকি
দুটি সত্তায় মুখোমুখি ।


থাক তবে আজ পূজোর ঘটা
মনে-বনে তুমুল বানের বর্ণচ্ছটা ।


আয় তবে আজ বনে যাই
বাঁশীর সুরে ভোলাব রাই ।।


**************