**********
'আর করবো না এমন কিছু
ঘাট হয়েছে -- করুন ক্ষমা
আমার কি আর বুদ্ধি আছে
মগজ জুড়ে গোবর জমা
এবার তবে দিন ছেড়ে ভাই
হাত-কচলে বাড়ীতে যাই' ।


কান্নাকাটির জেরে
            যেই দিয়েছো ছেড়ে
অমনি আসে হু-হুঙ্কারে তেড়ে
'তোর খাই কি তোর বাপের খাই
গর্দানেতে দেবো এক ঘাই
কি পেয়েছিস, শাস্তি যে দিস
মেরে হাড়গোড় বানাব কিসমিস'


আবার ধরলে তাড়িয়ে জোরে
'বাবারে -মারে মরেই গেলুম রে'
আর্তনাদে দিগদিগন্তে
                      মহাকলেবর
প্রতিবেশীর কাছে গিয়ে
                   ধর্ণা দেয় জবর
'দেখুন তো কি কাণ্ড,
                আমারই তো ভুল
ইচ্ছে হচ্ছে হাত কামড়াই,
                  টেনে ছিঁড়ি চুল' !


এমন করেই দিন যাবে
              তোর শিক্ষা হবে না
ভুলের মাশুল বেড়েই যাবে,
                 স্বভাব যাবে না  !!


<><><><>//০//<><><><>