********
কেনো এই নির্মম হত্যাযজ্ঞ
কেনো এই রক্তের হোলি খেলা
কেনো নির্বিচারে অসহায় শিশু নির্যাতন
কার তরে এই দেশ, এই ভৌগলিক সীমানা
কার তরে ফোটাবে তবে
               নান্দনিক ফুলের মেলা ।


ধর্ম যদি নাই দিল মনে
মানুষের প্রতি গভীর মমতা
ধর্ম যদি নাই দিল প্রাণে
অমিয় ভালবাসার মধুর পরশ
কী মূল্য তবে এই জীবনের
কেনো মিছে বুকে জড়িয়ে রাখা
                          পবিত্র গ্রন্থসকল -
মানুষের মুখোশে সব অমানুষের দল ।


পৃথিবীর সকল কবি ও লেখকের কলম
একসাথে আজ গর্জে উঠুক
আকাশের বুকে মহাচিত্রমালায় -
আর কোন শিশু হত্যা নয়
আর কোন নারী নির্যাতন নয়
নয় কোন বিদ্বেষের সুনিপুণ চাষ
জনগণ নেতাদের নয় কেনা দাস ।


হত্যাযজ্ঞ বন্ধ হোক গাজায়
নাইজেরিয়ায় নারী নির্যাতন বন্ধ হোক
বন্ধ হোক হত্যা যজ্ঞ সিরিয়ায়
ইরাকে, ইরানে ও আফগানিস্থানে
বন্ধ হোক সংখ্যালঘু নিধন ও নির্যাতন
ভারতে ও বাংলাদেশে;
অশ্রুজলের ধারা নয় আর, নয় মৃত্যুশোক
সকল কবির কলম একই স্রোতধারায়
উদ্দীপ্ত চেতনায় উদ্ধুদ্ধ নির্মোক
একই প্রতিবাদে প্রদীপ্ত মশাল হোক ।