*************


দিগন্ত ছাপিয়ে বর্ষা এলো নেমে বিভঙ্গ মাত্রায়
অতলান্তিক মহাসাগরের বুকেও
শ্রাবণের অঝোর ধারা কী নাচে একই মূদ্রায়
যেমনটি উত্তুঙ্গ সে যমুনার উত্তাল বুকে !


জানলার কাঁচে ধ্রুপদী সন্তুরের মতোই
বেজে চলে বর্ষার নাচের ধ্বনি অনুপম
কখনো ঝির ঝির, কখনো বা ঝুম ঝুম
কখনো বা পাগল হাওয়ার দমকে ঝম ঝম !


এমনি মোহন শব্দতালে নিমগ্ন বিবাগী মন
হঠাৎ বেজে ওঠে টেলিফোন ঝন ঝন অতঃপর
কে সে ওপারে - কথা বলে বৃষ্টির শব্দের মতন
কত হাজার বছর পার হয়ে ভেসে আসে
                                 কার ঐ কিন্নরী স্বর !


সময়ের উল্টো স্রোত বেয়ে
ছুটে চলে উদ্দাম বেগে ভাবনার বিপন্ন বিহঙ্গ
বরষার শ্রান্তিহীন জলে বিদীর্ণ হয়ে
অকস্মাৎ এ কী বোধে হৃদয় নির্মোহ অনঙ্গ !


একদিন সে বলেছিলো গাঢ়স্বরে হাতে হাত রেখে
দুজনেই একসাথে শরীরে বৃষ্টি নেবো মেখে
তারপরে এক ছুটে কাশবনের গভীর ছায়ায়
ভেসে যাবো জলের মতোই উদ্বেলিত স্বপ্নমায়ায় ।।