************


       - শুধুমাত্র কিছু কিছু কবি ও লেখকের কবিতা ও লেখা কালের সীমানা অতিক্রম করে কালজয়ী হয়ে ওঠে । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল এর ঝুলিতে তেমন অনেকই কবিতা ও লেখা ।
      
          কবি জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্ত্তী, সুকান্ত এর বেশ কিছু কবিতাও হয়েছে কালজয়ী । পরবর্ত্তীকালের কবি সুনীল, শক্তি, নীরেন্দ্রনাথ, সুবোধ, শামসুর রাহমান ও নির্মলেন্দু গুণ এর কিছু কবিতা পেয়েছে কালজয়ী হবার অভিধা ।


           অধুনা আমাদের সমকালীন সময়ের আরেক অংশুমান কবি জয় গোস্বামী'র কিছু কবিতা ইতোমধ্যেই পাঠকের হৃদয় জয় করে কালজয়ী হবার তালিকায় উঠে গেছে ।


           কালোত্তীর্ণ এই সকল কবিতা ও লেখা যেন কখনো পুরোনো হয় না, এইসব কবিতা ও লেখায় কখনো যেন সময়ের ছাপ পড়ে না ।  


           উপনিষদের বানীর মতোই এই সকল কবিতা ও লেখা যেন এক নোতুন বিভায়, নোতুন আলোয়, নোতুন ভাবে ও নোতুনতর বোধের শিখায় উদ্ভাসিত হয় পাঠকের কাছে ভোরের আকাশের ধ্রুবতারার মতোই । কালে কালে - যুগে যুগে - সময়ের সীমানা অতিক্রম করে ।


          কবি অমিয় চক্রবর্ত্তীর এই 'রাত্রি' কবিতাটিও তেমনই এক কবিতা । যতবার পড়া যায় ততবার যেন এক নোতুন অর্থ নিয়ে দাঁড়ায় এসে সামনে -!!
                                                               (চলবে)