**********************
অপেক্ষায় কেটে গেছে কত শত কাল
একেলা গহন রাত পেরিয়ে নতুন সকাল
উষার আলোর কাছে
                  ধরা পড়ে যাই পাছে
বদ্ধ দ্বারের পিছে নির্ঘুম চোখে জমাট লাল
সুনন্দিতা -তুমিই হলে অন্তঃরাল !

পরিযায়ী পক্ষীর সাথী হলে তুমি ঐশ্বর্যবিলাসে
কত পক্ষীই যায় কত পক্ষী আসে
নিরন্ন পথিকের মত
               লুকোনো দুঃখের ক্ষত
বেদনারভারে এক কাকাতুয়া বাঁচে দীর্ঘনিঃশ্বাসে
সুনন্দিতা - তোমার কি যায় আসে !

আজ কোন অধিকারে দাঁড়ালে এসে
অনুপম লাস্যতায় চপল ভঙ্গিতে হেসে
বাড়ালে সে নষ্ট হাত
                উচ্ছ্বলিত নিষিদ্ধ রাত
কোন আগুনের উৎসারে যাবে ভেসে
সুনন্দিতা-তুমিই অবশেষে !

থাক সুনন্দিতা, ক্ষণিকের এই অনুতাপ
             মাখা মেকী ভালোবাসা থাক
যেদিন গিয়েছে চলে, মিছে তারে ভাবা
      শুকনো গোলাপ হৃদয় পোড়াক !
              
      ------০০০------