********

দহনভারে যতবার বাড়িয়েছি
আধপোড়া হাত তোমারই দিকে
তুমি একটিবারও করোনি তো প্রত্যাখান ।

দুঃখ দীর্ণ দিনে কত শত বার
নিরাশ চক্ষু মেলে তাকিয়েছি তোমারই পানে
তুমি মৃদু হেসে ভরেছ মধুরে এ খিন্ন প্রাণ ।

গহন অন্ধকারে দু’চোখে যখন
পাইনি দেখিতে প্রত্যাশার ক্ষীণ আলো
অমৃত আলোর উদ্ভাসে তুমি করেছ জীবন দান ।

এই জীবন তাই প্রণামী স্বরূপ
রেখেছি তোমারই চরণে এই সায়াহ্ন বেলায়
গভীরের অনুভবে হে সুন্দর প্রিয় কীর্তিমান ।।

              --০--