********

চৌকাঠে আলতামাখা দ্বিধান্বিত পা’ দুখানি
রাখার মুহুর্তেই আঁচলের খুঁটে
ঝনঝন চাবির গোছা – একনিমেষেই
অণূঢ়া নববধূ হয়ে
----------উঠলো নিপুণা ঘরনী !

মাস পেরোতে না পেরোতেই
সংসারের তাবৎ ঝুটঝামেলা মাথায়
লক্ষী বৌ তকমা হঠাৎ পাল্টে যদি যায়
মনের মাঝে ভয়ের  
------------ চাকা দিনরাত দুলছেই

মাস যায় বছর যায় –ক’দিন আগেই
এক্কাদোক্কা খেলেছে যেই মেয়ে
তারই কাঁধে এখন পুরো একটি সংসার
সেই মেয়েটি কেমন থাকে –
-----------সময় নেইকো কারো জানবার ।

ও মেয়ে, তুই সংসার ভেবে ভেবে
এই কী চেয়েছিলি ? -মধ্যরাতে জেগে
মুখ ফিরিয়ে আঁচল চেপে কেনো কাঁদিস
বাঁচতে হলে বুকের ভেতর এক্কাদোক্কা
------------ সযতনে স্বপ্নে রাখিস ।

ও মেয়ে তুই ভালো থাকিস, ভালো থাকিস
কান্নাটুকু লুকিয়ে রাখিস, শুকিয়ে রাখিস ।।
                --০--