----------------------



আমার বলতে কিছুই তো ছিলো না জানি
না ঘর, না বাড়ী
না কলম, না তরবারী
না সূর্য, না চন্দ্র
না আকাশ, না নক্ষত্র
আমার বলতে এমন কিছুই ছিলো না মানি ।

আমার বলতে কোথাও কেউ ছিলো না জানি
না বৃক্ষ, না লতা
না শব্দ, না কথা
না প্রেম, না স্বপ্ন
না রুটি, না অন্ন
আমার বলতে তেমন কিছুই ছিলো না মানি ।

আমার বলতে কখনো কিচ্ছু ছিলো না জানি
না অর্থ, না অনর্থ
না গদ্য, না পদ্য
না সুখ, না দুঃখ
না ইচ্ছে, না লক্ষ্য
আমার বলতে অমন কিচ্ছু ছিলো না ঠিক মানি ।

আমার শুধু তুমিই ছিলে প্রাণের গোপন বাড়ী
বুকের ভেতর লুকিয়ে রাখা বাসন্তী রঙ শাড়ী ।।


---------------০-----------------