*************

সে এসে চুপচাপ নিলো টেনে টেবিলে পড়ে থাকা
পুরনো দেশ পত্রিকাটি
চোখেমুখে চাপা উত্তেজনা সুস্পষ্ট আঁকা
কপোলে লালটিপ কালো ভ্রু পরিপাটি !

পরনে তাঁতের শাড়ী আহামরি কিছু নয়
নখের বিন্যাসে রঙের আকুলতা
কোমর বেয়ে নেমে আসা চুল স্মিত-বাঙ্ময়
ঠোঁটের চারুতে নীরব বিরহী বিষমতা !

কি আছে কথা আজ, কী এমন জরুরী কাজ
কি এমন চাপা ঘোর বিস্ময়
কি অনুরাগে শাড়িতে কেটেছে নিখুঁত ভাঁজ
কী মোহন স্বপ্ন হঠাৎ হলো অনিশ্চয় !

সময় কিন্তু বয়ে যায় অকুণ্ঠ নিয়মে
চারিদিকে স্তব্ধতা গড়ে তোলে দূর্মর পাহাড়
চোখে চোখ না রেখেও বিমুগ্ধ মাধুর্য্যের শমে
বুঝি না ঠিক কী অভিলাষ মনেতে তাহার !

কিছু কথা হয় না বলা জীবন জুড়েই থাকে
সময় জানে কোন কথা কে বলবে কখন কাকে !!

          ---------০---------