****************
মেঘে মেঘে হল বেলা
সুখ সুখ দুঃখ খেলা

হরিৎবৃক্ষ নুয়ে আছে
কেউ আসে না কাছে

বাতাস দূষিত কেনো
নিঃশ্বাসে দূর্গন্ধ যেনো

আঁধারে ডোবা জনপদ
গলায় বালুচরী গরদ

কারা ওরা হেঁটে আসে
খিলখিল হাসিতে ভাসে

সাক্ষী ওই ল্যাম্পপোষ্ট
বিরিয়াণী চিকেন রোষ্ট

নগ্নপদ হাড়গিলে বুক
ডাষ্টবিনে খুঁজছে কি সুখ

মনোহর সজ্জিত সংসদ
কাহাদের যোগায় রসদ

শুভ্র ফিনফিনে পোশাকে
কোন স্বর্গে তাহারা থাকে

ওরাও আছে ওদের মত
লুকিয়ে গোপন দুষ্টক্ষত

টিভি’তে উচ্চকিত মুখ
বুনে চলে সামাজিক অসুখ ।।


    ----০----