***********

তুমি ছূঁয়েছ আমার হাত অকস্মাৎ
তুমি কি শুধুই ছূঁয়েছ আমার হাত ?
তুমি যে ছূঁয়েছ অনিকেত আব্রহ্ম-শরীর
হাতের তন্ত্রী বেয়ে বেয়ে উৎসমূল ও তীর !

উৎসেও তুমি ছিলে জানি নাই কভু
মূলেও তোমার নাম খোদিত স্বয়ম্ভূ;
তীর জুড়ে আদিগন্ত অনুকৃত মায়ার খেলা
অবাক-বিস্মিত চোখে মোহন স্বপ্নবেলা ।

কোথা হতে আসে প্রেম কোথায় মিলায়
কার হাতে ভর করে কোথা সে বিলায়;
কে জানে সে সম্যক সমুত্থান রীতি
কোন মন্ত্রে জেগে ওঠে স্বপ্নসম্ভব ক্ষিতি ।

যাবো বলেও হয় না যাওয়া বৈরাগ্যে অরুচি
তীর ছূঁয়ে নিরূপম বুঁদ হয়ে থাকা অনঙ্গকুচি  ।।


              -----০-----