****************
আমাকেও তোমার সাথে নিও সুনন্দিতা
দূর ছায়াবীথিতলে তুমি যখন বিছাবে শরীর
আমিও তোমার ছায়াগামী একান্তে নিবিড়
অন্তর্লীন প্রাণদাহের উত্তাপ পাবে না অন্যথা ।


মাটির সুচারু স্বপ্নের বীজ তুলে নেবো দু’জনে
বৃক্ষের শেকড় থেকে খুঁজে নেবো নির্লিপ্ত স্থিরতা
ঘাসের কাছে জেনে নেবো অনির্বাণ বিনম্রতা
শিখে নেবো শুদ্ধ ভালোবাসা পাখির কূজনে ।


মেঘে মেঘে আর কতকাল স্বপ্ন বিকাবে তুমি
উদগ্র বাসনার তীরে সুপ্রভ মন অনেক করেছ বিদ্ধ
কালে কালে পেরিয়ে এসেছো অযুত বন্ধ্যাভূমি
এবারে আত্মস্থিতজ্ঞ ধীরতার গুণে হও ঋদ্ধ ।

সুনন্দিতা, এ জীবন শুধু ক্ষণিকের মায়াজাল
কামনার বিবর্ণ নরক ছেড়ে দেখো শুভ্র সকাল ।



               ----০-----