**************
মেঘের কাছে একদিন বন্ধক রেখেছিলাম
আমার আকণ্ঠ পিপাসা
উপায় ছিল না আমার আকাশ ডেকে বলেছিল
মাধবীলতাও কানে কানে দিয়েছিল আশা ।

নিরাশার নীল জলে ডুবে যেতে যেতে
খড়কুটো ধরে একান্ত চেয়েছি বাঁচতে
উন্মাতাল ঝড় এসে নিয়েছে উড়িয়ে স্বপ্নের কারুকাজ
দূর আকাশ হতে অকস্মাৎ নেমে আসে উদগ্র বাজ ।

শতছিন্ন চাঁদোয়া পড়ে থাকে পথের ধূলায়
মেঘ ডেকেছে আকুল হয়ে আয় কাছে আয়
অতঃপর পিপাসার্ত বুকে আমি তুলে নিয়েছি এক নদী
করুণাক্ষী সে নদীটির নাম, বুকের ভেতর বয়ে চলে নিরবধি ।

করুণাক্ষী আমার তৃষ্ণাহরণী প্রাণের অমিয় সুধা
মেটাবে সে জানি অতল গভীরে মরুতৃষ্ণার ক্ষুধা ।।


                 -----০-----