***************


কে যেন হাঁটছে ঘরে
দেয়ালগুলো যাচ্ছে সরে সরে;
কে হাঁটে রে কে হাঁটে
বুকশেলফের বইগুলো কেউ যেন ঘাঁটে !

সারা ঘরে ছায়া ছায়া
আঁধারঘেরা এ ঘরেতে কার এমন মায়া;
চপচপচপ পায়ের শব্দ মিলিয়ে মিলিয়ে যায়
দরজার ওই আড়াল থেকে কে ডাকে আয় আয় !

বুকের ভেতর হাপর পড়ে ত্রাহি ত্রাহি ভয়
ভূত বলে কি আছে কিছু চোর হবে নিশ্চয়;
গভীর রাতে কে এসেছে দশতলার এ ঘরে
পড়ল কিছু মেঝের উপর হুড়ুমধড়াম করে !

কে হেঁটে যায় ঘরে
অদ্ভূতুরে আঁকিবুকি সারা দেয়ালজুড়ে;
লালসিঁদুরে পাড়ের শাড়ী এলো কোথা হতে
লাল আলতা পায়ে শাড়ী এলো কী স্বপ্নেতে !

মশারীর এই ছায়াতলে চুপটি করে থাকা
শরীরে নেই সাড় একটুও, মস্তিষ্কটা ফাঁকা !!


           ----০----