**************
আমি তাকে ডেকেছিলাম আমার সাথী হতে
আমার দু’হাতে তখন শুধু গাঢ় বেদনার জল
আমার সারা শরীর জুড়েই তখন শুধু উশৃঙ্গ
আগ্নেয়গিরির গলিত লাভার বিধ্বংসী উত্তাপ
আমি জানি নাই কোনদিন কার এ অভিশাপ
হরিৎজ্বরে আক্রান্ত পাখির মতো নিরক্ত পিঙ্গল
আমাকে নিয়েছে টেনে দুঃস্বপ্নের গভীরে অতল
উদভ্রান্ত মরুচারীর মতো ক্লান্তপদ ছায়াহীন পথে ।

আমাকে সে বলেছিলো বেদনার জলে নামে না সে
সে জলে হবে না সে নিরাভরণ -করবে না স্নান
এইটুকু বলে গোলাপের রাঙাজলে নেমেছে হেসে
দিনান্তের রাঙা আলোয় হয় কি দুঃখের অবসান ?
সুখ নয়, দুঃখ নয়, নয় কোন অবিমিশ্র অনুভূতিমালা
বুকের গহীনে শুধু দিবারাতি সে কোন দহন জ্বালা !

আজো সেই মরুচারী বুকে করে রেখেছে তাহাকে
সে হরিৎপক্ষী আজো যে নিরালায় কুহুকুহু ডাকে !


              ----০----