**********
বিষন্ন দুপুর জুড়ে উতল হাওয়ায়
আনমনা এক চড়ুই পাখী ঊঠোনের ছায়ায়
প্রজাপতি এক উড়ে উড়ে ঘুরে আসে জানলার কাছে
কী যেন কথা তার বলিবার আছে
চাঁপার ডালে পায়রাও এক একান্তে আনমনা
ভাঙ্গা কুটিরে কিষাণীর মনও আজ ভারী উন্মনা ।

এ জীবন বড়ই ভঙ্গুর
মাঝে মাঝে অকস্মাৎ কেটে যায় সুর
জোর করে বাঁধা কী যায় জীবনের গান
শস্যময় ক্ষেতে আসে প্রলয় সঙ্কেতে শ্রাবণের বান
কিষাণের চোখে ঘুম নেই আর
ফসলের মাঠ ভেসে গেছে জলে বুক জুড়ে হাহাকার ।

ধূপের অঞ্জলী হাতে তুলসী তলায় কিষাণী ভূমিতে নত
যারা তোমায় ডাকে প্রতিনিয়ত হে ভগবান,
তারা কেনো তোমার হাতে পায় দুঃখ অবিরত
তারা কেনো জীবনের পদে পদে পায় অসম্মান !


             ----০----

[২৭শে জুন, ১৯৭২;  অনেক পুরনো লেখা, অপরিবর্তিত রেখেই পোষ্ট করলাম]