************

বন্ধুরে, তুই কেমন আছিস
জানতে বড় ইচ্ছে করে, কেমন আছিস তুই
তোদের বাড়ীর পাশে উঠোন কোণে
দাঁড়িয়ে থাকা সেই মোহনগন্ধী জুঁই
ছিঁড়ে ছিঁড়ে মারতিস ছুঁড়ে খেলাচ্ছলে
অকারণে খুনসুটিতে হঠাৎ রেগে যেতিস
পড়ছে কি তোর মনে?
খেলতে গিয়ে বল পড়েছে জলে
তোকেই সবাই দিলো ঠেলে
তুলে আনতে বল
কেউ জানে না, আমিই শুধু জানি
সাঁতার কাটতে জানিস নে যে তুই
এক লাফেতে নেমে জলে
বল এনেছি তুলে
বুকের ভেতর ধুকপুকানি
জলে নেমে হাবুডুবু - ডুবেই যদি যেতিস !
বন্ধুরে তোর মনে পড়ে
হারানো সেই দিনের কথা জোছনামাখা অন্তরে
সময় হলে ফেসবুকেই নয় দুটি লাইন লিখিস
বন্ধুরে, ওইখানে ওই নতুন দেশে তুই কেমনে আছিস !!


[২রা আগষ্ট, ২০১৪; হঠাৎ লাসভেগাস’বাসী আমার শৈশবের এক বন্ধুর কাছে খবর পেলাম আমাদের ছোট্টবেলার এক প্রাণের বন্ধু আমাদের ছেড়ে গেছে  চিরদিনের জন্যে – আমাদের সেই বন্ধুর স্মৃতিতে কবিতাটি রচিত ]