***************
ঝিরঝির নদীর জলে পা ডুবিয়ে
পড়ন্ত সূর্য্যের আলোয় বিবশ আকুতি মেখে
                    দোলাচলে উদভ্রান্ত মন
নিঃসীম শূন্যতা দিগন্তে রেখে
    নদীর কাছে কার কী মিলেছে কখন
সুনন্দিতা, তোমাকে একদিন দেখেছি ছুঁয়ে ।

আর আমার শব্দমালা নিমেষে
       কবিতা হয়ে উড়েছে আকাশে
আমার ভাবনারাশি শব্দের
              অঞ্জলী সাজায় উল্লাসে
আমার ভালবাসা মন্ত্রের মত
        উচ্চারিত হৃদয়ের বেদীতে
ভিসুভিয়াস জেগে ওঠেছিল
    শরীরের কোষে ও ধমনীতে ।

জলের সুগন্ধে বাতাস হয়ে ওঠে ভারী
জলের অতলে নামি আদিগন্ত ভুলে
জলের শীতলতা মেখেছে কি নারী
কী অপার আনন্দ উৎস গিয়েছে খুলে ।

সুনন্দিতা, জলের স্বভাবে তবে তুমিও কি নদী
চাঁদের চন্দন মেখে তোমাতেই ডুবে যাই যদি !!

             ---০---