*******************
সময়ের কাছে অক্লেশে নতজানু হই
নিঃশর্তে আসি মাটির কাছে নুয়ে,
সবুজের পেলবতা আলতো দিলে ছুঁয়ে
আমি কি আর আমারই কাছে অনৃত রই !

এই মাটি গড়েছে এ পলকা শরীর
এই বায়ু দিয়েছে অযাচিত প্রাণরস;
হিসেবের কড়ি হাতে ক্লান্ত দিবস
ভেসে যায় নদীপথে কোন সমূদ্রতীর !

শ্রান্ত দিনের শেষে একান্তে অবহেলে
রাতের ছায়ার মতো ঘুম নেমে আসে;
কাশবনে হেলেঞ্চার ঝাড় ঠেলে ঠেলে
বাতাসে যেনো এক মায়াবী সুর ভাসে !

এই শরীর বিনম্র মদির মাটিতেই মিশে,
তবু কেনো ফিরে চাওয়া, কী অমৃত বিষে !!


          ----০----