********

লালমাটির পথ বেয়ে
কতবার ঘুমে ঘুমে চলে যাওয়া তোমার কাছে
জেগে ওঠে আবার সেই খাড়াবড়ি-থোড়
আদিগন্ত উদোম হাওয়ায় ঘর-বাড়ী-দোর
রমণীয় মায়ায় উষ্ণতা চেয়ে
নষ্টনীড়ে কোন এক ভূপতি আধমরা বাঁচে ।

নিষ্ঠুর বঞ্চনার উদাসী কথকতা
কেতকীরা আজো ঠিক অমিতের অধিকারে
আপাতঃ চৌকশ কত বিহারীলাল
পথে পথ হারিয়েছে আজন্ম চিরকাল
কুশলী ছলনায় বিনোদিনী লাবণ্য চারুলতা
চেতনার গভীরে প্রেম হারে বারে বারে ।

কী অপরূপ শব্দবিভায়
দিয়েছ জীবনজুড়েই কী মোহন অমৃত সুধা
ছড়িয়েছ দু’হাতে স্বপ্নের পদাবলী
সুরের অমিত ধনে ভরেছ অঞ্জলী
অনিন্দ্য আনন্দের কথা ও কবিতায়
করেছ পূর্ণ হে অনন্ত প্রাণের তৃষ্ণা ও ক্ষুধা ।

প্রত্যুষের নম্র আলোয় শিশিরের ছটার মতন
দ্যুতিময় সপ্রাণ বাঙালীর জীবনে বাইশে শ্রাবণ ।


        -----০-----